সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২০
প্রতিনিধি/চট্টগ্রামঃ
চট্টগ্রামে পুলিশ বক্সে বিস্ফোরণের পর অগ্নিকান্ডের ঘটনায় এক ট্রাফিক সার্জেন্টসহ পুলিশের চার সদস্য দগ্ধ হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে নগরীর ষোলশহর ২ নম্বর গেট এলাকার পুলিশ বক্সে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধদের মধ্যে সার্জেন্ট আরাফাত নামে এক পুলিশ সদস্যের পরিচয় জানা গেছে। বাকি তিনজনের মধ্যে দু‘জন পুলিশ সদস্য ও এক পথচারী ছিলেন। তবে তাদের পরিচয় জানা যায়নি। অগ্নিদগ্ধ চারজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।পাঁচলাইশ থানা থেকে জানানো হয়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত না করে বিস্তারিত কিছু বলা যাবে না।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। ঘটনার কারণ জানার চেষ্টা করছি। এটি নিছক বৈদ্যুতিক শর্ট সার্কিট নাকি নাশকতার ঘটনা তা তদন্ত করে বের করা হবে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহির উদ্দিন জানান, অগ্নিদগ্ধ দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের ৮ থেকে ১০ শতাংশ পুড়ে গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান- রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে ষোলশহর পুলিশ বক্সে রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় বিকট শব্দে আশেপাশের এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণে পুলিশ বক্সটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। এসময় অগ্নিদগ্ধ হয়ে কয়েকজন মাটিতে লুটিয়ে পড়েন। তাদেরকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।