৮০ Views
প্রতিনিধি/ মৌলভীবাজারঃ
মৌলভীবাজারের কুলাউড়া কুলাউড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় ব্রাম্মণবাজারের হলিছড়া চা বাগান এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কুলাউড়া থেকে মৌলভীবাজার যাবার পথে অজ্ঞাত গাড়ির চাপায় মীরশংকরপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো: সাইফুর রহমান (৩০) ঘটনাস্থলে নিহত হন।
কুলাউড়া থানার এসআই আক্তারুজ্জাম্মান বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।