সিলেট ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, মার্চ ১, ২০২০
স্টাফ রিপোর্টারঃঃ
সিলেট জেলা ছাত্রদলের সকল ইউনিট কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্র। আগামী দেড় মাসের মধ্যে ইউনিটগুলোর নতুন কমিটি গঠন করা হবে। আজ রবিবার (১ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এক জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত গৃহীত হয়।
সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সিলেট জেলার সকল উপজেলা, পৌর ও কলেজ শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
এসকল ইউনিটের নেতাকর্মীদের সুশৃঙ্খল ও সুসংগঠিত করে বিএনপি চেয়ারপার্সন কারান্তরীণ খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে আগামী ৪৫ দিনের মধ্যে ইউনিটগুলোতে নতুন নেতৃত্ব প্রদান করা হবে।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজুলর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল রবিবার সংগঠনের এক জরুরিসভায় এই সিদ্ধান্ত অনুমোদন করেন।