জগন্নাথপুরে এখনো অরক্ষিত নলুয়ার হাওর

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, মার্চ ১, ২০২০

জগন্নাথপুরে এখনো অরক্ষিত নলুয়ার হাওর

 

কলি বেগম, জগন্নাথপুরঃঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সর্ববৃহৎ নলুয়ার হাওরের ফসল রক্ষা ৫২ কিলোমিটার বেড়িবাধের কাজ ৪৫টি পিআইসি কমিটির মাধ্যমে করা হচ্ছে। সরকারি ভাবে বেধে দেয়া সময় ২৮ ফেব্রুয়ারির মধ্যে অধিকাংশ পিআইসি কমিটির কাজ শেষ হলেও এখনো বেশ কয়েকটি বাধের কাজ শেষ না হওয়ায় নলুয়ার হাওর এখনো অরক্ষিত রয়েছে। তা দেখে কৃষক সহ জনমনে আশঙ্কা বিরাজ করছে।

 

১ মার্চ রোববার সরজমিনে দেখা যায়, নলুয়ার হাওর বেড়িবাধের ২নং পিআইসি কমিটির অধিকাংশ কাজ হয়নি। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বাধ। এ নিয়ে স্থানীয় জনমনে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, পিআইসি কমিটির অবহেলার কারণে নির্দিষ্ট মেয়াদ শেষ হলেও এখনো সিকি ভাগ কাজ হয়নি। যে কারণে দ্রুত কাজ শেষ না হলে এদিকে পানি ডুকে নলুয়ার হাওর তলিয়ে যাওয়ার আশঙ্কায় শঙ্কিত হয়ে পড়েছেন তারা। এ পিআইসির কারণে বর্তমানে নলুয়ার হাওর প্রায় অরক্ষিত রয়েছে। তবে পিআইসি কমিটির সংশ্লিষ্ট কাউকে বাধে না পাওয়ায় ও সাইনবোর্ড না থাকায় তাদের মন্তব্য পাওয়া যায়নি।

 

এছাড়া ১২নং ও ১৬নং পিআইসি কমিটির কাজ শেষ হয়নি। ১২নং পিআইসি কমিটির সভাপতি মফিজুর রহমান চৌধুরী বলেন, আমি বিলম্বে কাজ পাওয়ায় এখনো শেষ করতে পারিনি। তবে আগামী সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। ১৬নং পিআইসি কমিটির দায়িত্বে থাকা ইউপি সদস্য জুয়েল মিয়া বলেন, সামান্য কাজ বাকি আছে। ২/১ দিনের মধ্যে শেষ হবে।

 

তবে ৭নং পিআইসি কমিটির সভাপতি ছালিকুর রহমান, ৮নং পিআইসি কমিটির সভাপতি কয়েছ মিয়া, ১০নং পিআইসি কমিটির সভাপতি সুজাত মিয়া, ১৩নং পিআইসি কমিটির সভাপতি জাকির হোসেন, ১৪নং পিআইসি কমিটির সভাপতি কামাল হোসেন ও ১৫নং পিআইসি কমিটির সভাপতি কানন মিয়ার প্রকল্পের কাজ প্রায় শেষ হয়ে গেছে। তাদের কাজ দেখে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন। এছাড়া আরো বিভিন্ন প্রকল্পের কাজ এখনো চলছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031