বুলবুল আহমদ, নবীগঞ্জঃ
হবিগঞ্জের নবীগঞ্জে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী সুন্দর বাহিনীর প্রধান সুন্দরকে গ্রেফতার করেছে র্যাব। ১ মার্চ রবিবার সকাল ৯ টার দিকে সুন্দর আলীকে গ্রেফতার করা হয়। সে উপজেলার দীঘলবাক ইউনিয়নের দরবেশপুর গ্রামের মৃত আফছার উল্লার পুত্র।
জানা যায়,২০০৮ সালের ২২ শে জুন নবীগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামের মৃত আফতাব মিয়ার ছেলে কৃষক আবুল মিয়াকে দিবালোকে হত্যা করে সুন্দর ও তার বাহিনীর লোকজন।এঘটনায় ৮জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরই প্রেক্ষিতে হবিগঞ্জের আদালতে ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারী আবুল হত্যাকারী সুন্দর সহ ৭ জনকে মৃত্যুদন্ডের আদেশ দেন। এরপর থেকে সে পলাতক ছিল। রবিবার সকালে গোপন সুত্রে খবর পেয়ে র্যাব ৯- এর অপারেশন কমান্ডার মোঃ আব্দুল খালেকের নেতৃত্বে একটি অভিযান চালিয়ে দরবেশপুর গ্রামে অভিযান চালিয়ে সুন্দরকে গ্রেফতার করতে সক্ষম হয়।