করোনা সম্পর্কে জানতে আইইডিসিআরের ১২টির পরিবর্তেে ফোন নম্বর ১টি

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২০

করোনা সম্পর্কে জানতে আইইডিসিআরের ১২টির পরিবর্তেে ফোন নম্বর ১টি

ডেস্ক রিপোর্টঃঃ

 

বাংলাদেশ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর করোনা ভাইরাস সম্পর্কে জানাতে  ১২টি ফোন নম্বরের পরিবর্তে চালু করেছে একটি হটলাইন নম্বর। বুধবার সকালে মহাখালির আইইডিসিআর সেন্টার থেকে করোনা ভাইরাসের সংক্রমণ বিষয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।হটলাইন নম্বরটি হলো ০১৯৪৪৩৩৩২২।এ সময় দেশের বাইরে আসাদের অন্তত ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন তিনি। এছাড়াও স্বল্প সময়ের জন্য যারা দেশে আসছেন, তাদের সেলফ কোয়ারেন্টাইনে বা ঘরের ভেতর থাকার পরামর্শ দেন। পাশাপাশি হোটেল কর্তৃপক্ষকে মাস্ক ব্যবহার করা এবং এক মিটার দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন তিনি।

এছাড়াও দেশের সাধারণ মানুষদের বার বার সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ভালোভাবে ধোয়া, অপরিষ্কার হাত নাক বা মুখে না লাগানো, হাত মেলানো ও কোলাকোলি থেকে বিরত থাকা, অত্যাবশ্যকীয় না হলে বিদেশ যাওয়া থেকে বিরত থাকা, জনসমাগম এড়িয়ে ইত্যাদি মেনে চলার জন্য পরামর্শ দেওয়া হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, বিভিন্ন হাসপাতালে বিদেশ ফেরত আটজনকে আইসোলেশেন ওয়ার্ডে রাখা হয়েছে। গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরে মোট ৩ হাজার ২২৫টি টেলিফোন কল আসে, যার ৩ হাজার ১৪৫টি করোনা সংক্রান্ত। এছাড়াও গত ২৪ ঘণ্টায় মোট ১০ জনের করোনা পরীক্ষা করা হয়, যাদের কেউই এই ভাইরাসে সংক্রমিত নয়। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৪ জনের। এই নিয়ে এখন পর্যন্ত মোট ১৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

Spread the love

আর্কাইভ

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031