সিলেট ২২শে মে, ২০২২ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০
প্রতিনিধি/বালাগঞ্জঃঃ
বালাগঞ্জে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় দুই দিন ব্যাপী প্রশিক্ষন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ও বিকেলে দুইটি সেশনে প্রশিক্ষনের মধ্য দিয়ে দুই দিন ব্যাপী প্রশিক্ষন কার্যক্রমের সমাপ্ত হয়।
বালাগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষন কার্যক্রমের সমাপনী দিনে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক।
সম্প্রসারিত বক্তা হিসেবে ১ম দিন উপস্থিত ছিলেন- মৎস্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক মো. জিল্লুর রহমান। প্রশিক্ষণ প্রদান করেন সিলেট জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ। সমাপনী দিনে সকালের সেশনে প্রশিক্ষণার্থীদের সাথে সৌজন্য সাক্ষাত করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর। বিকেলের সেশনে প্রশিক্ষণ প্রদান করেন ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) সিলেট বিভাগের উপ-পরিচালক দ্বিজরাজ বর্মণ। এছাড়াও প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য তারেক আহমদ, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শেখ আবু নাহিদ ও মো. শামসুল হক প্রমুখ। দুই দিন ব্যাপী প্রশিক্ষনে ৪৮ জন আর.ডি ও এফ.এফ’দের প্রশিক্ষন প্রদান করা হয়।