জুবায়ের আহমেদ/বাহুবলঃঃ
হবিগঞ্জের বাহুবলে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে বজলু মিয়া ৪০ নামে এক ব্যক্তিকে ২লক্ষ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। ১২ই মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় বাহুবল উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল এর নেতৃত্বে উপজেলার লামাতাসী ইউনিয়নের দ্বিমুড়া, হাফিজপুর এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়,এসময় রাস্তার পাশে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রয় করার অপরাধে পশ্চিম জয়পুর গ্রামের আজগর আলীর ছেলে বজলু মিয়া ৪০কে (দুই লক্ষ) টাকা জরিমানা করেন মোবাইল কোর্ট। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।