শেয়ারবাজারে বড় ধস

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২০

শেয়ারবাজারে বড় ধস

 

লন্ডন বাংলা ডেস্কঃঃ

বড় দরপতন অব্যাহত আছে শেয়ারবাজারে। আজ রোববার লেনদেনের প্রথম আধা ঘণ্টায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স হারিয়েছে ১৭৬ পয়েন্ট। নেমে এসেছে ৪ হাজার পয়েন্টের নিচে। অবস্থান করছে ৩ হাজার ৯৫৩ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৪১৬ পয়েন্ট।

 

 

ডিএসইতে বেলা ১১টার নাগাদ লেনদেন হয়েছে মাত্র ৯৪ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে প্রায় সব কটির দর কমেছে। ৩১৩টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ৩টির দর। অপরিবর্তিত আছে ১০টির দর।

 

 

এর আগে ২০১৫ সালের ৪ মে ডিএসইএক্স সূচকটি কমে ৩ হাজার ৯৫৯ পয়েন্টে অবস্থান করে। গত কার্যদিবস (বৃহস্পতিবার) লেনদেন শেষে ডিএসইএক্স সূচক কমে ১০১ পয়েন্ট। অপরদিকে সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১২৭টির দর কমেছে। ২টির বেড়েছে। অপরিবর্তিত আছে ৩টির দর।

Spread the love

আর্কাইভ

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031