সিলেট ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে লোক সংগীতের প্রিয়মুখকে ঘিরে মিলন মেলা হয়েছে। ১৫ মার্চ রোববার লোক সংগীতের প্রিয়মুখ যুক্তরাজ্য প্রবাসী আবদুল কাইয়ূম দুদু মিয়া (খায়া) কে ঘিরে এ মিলন মেলার সৃষ্টি হয়। তিনি সব চেয়ে বেশি আলোচিত হয়েছিলেন “কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা” এ গানটি গেয়ে।
এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ আবাব মিয়া, সাজাদ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী মতিন মিয়া, সোনা মিয়া, দেহার মিয়া, শফিক মিয়া প্রমূখ। গ্রাম বাংলার জনপ্রিয় গানের প্রিয় শিল্পীকে পেয়ে ভক্ত-শ্রোতা সহ কৌতুহলি জনতার উপস্থিতি মিলন মেলায় পরিণত হয়। #