সিলেট ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
ছাগলনাইয়ায় শ্রেণিকক্ষে প্রস্রাব করায় দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে মারধর করে গায়ের জামাকাপড় দিয়ে সেই প্রস্রাব পরিষ্কার করালেন প্রধান শিক্ষিকা। পরে ঐ শিশুকে বিনা কাপড়ে বাড়িতে পাঠিয়ে দেন। ঘটনাটি ঘটেছে গত রবিবার সকালে ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পূর্ব হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।এ ব্যাপারে শিশুটির পিতা আলি হাসান বাদী হয়ে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ঐ শিশু গত রবিবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পর ক্লাস চলাকালীন সময় প্রস্রাব করবে বললে শিক্ষক তাকে বাহিরে যেতে বাধা দেন। ফলে শিশুটি শ্রেণিকক্ষে প্রস্রাব করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছরিন আক্তার ছাত্রীটিকে মারধর করে তার জামাকাপড় খুলে তাকে দিয়ে প্রসাব পরিষ্কার করানোর পর কাপড়বিহীন খালি গায়ে স্কুল থেকে বাড়িতে পাঠিয়ে দেন।এ ব্যাপারে জানতে চাইলে প্রধান শিক্ষিকা নাছরিন আক্তার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |