সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০
সালাহ্উদ্দিন শুভ,কমলগঞ্জঃঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মশত বাষির্কী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) সকালে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, কমলগঞ্জ পৌরসভা, থানা পুলিশ, কমলগঞ্জ প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা স্কাউটসহ বিভিন্ন দপ্তর ও সাধারণ মানুষজন উপজেলা মুক্তিযোদ্ধা কমপেক্সস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান, পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাশ, পৌর মেয়র জুয়েল আহমেদ, উপজেলা আ’লীগ সভাপতি আছলম ইকবাল, সাধারণ সম্পাদক এড. আজাদুর রহমান, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ, পৌর কাউন্সিলরগনসহ আরও অনেকে।
এদিকে উপজেলা ডাক বিভাগের আয়োজনে কমলগঞ্জ পোষ্ট অফিস প্রাঙ্গনে বৃক্ষরোপণ ও কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি মো: আরিফুর রহমান, পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাশ,শিক্ষক পবিত্র কুমার সরকার,দেলোয়ার হোসেন,আলী মরতুজা, সাংবাদিক সুব্রত দেবরায় সঞ্জয়, উপজেলা পোষ্ট মাস্টার জিতেন্দ্র চন্দ্র পাল, ডাকঘর কর্মচারী মিজানুর রহমান, কম্পিউটার অপারেটর রুমা সিনহা প্রমুখ।