সিলেট ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০২০
প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের লামুয়া বাজার এলাকায় সিএনজি দূর্ঘটনায় দুলাল মিয়া (৩০) নামের নবীগঞ্জের এক যুবক নিহত হয়েছেন।
জানাযায়, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে। গোরারাই বাজার থেকে সরকার বাজার যাওয়ার পথিমধ্যে লামুয়া বাজার এলাকায় আসা মাত্রই সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে ধূমড়ে মুছড়ে যায়। এতে সিএনজির যাত্রী দুলাল মিয়া ঘটনাস্থলে গুরুতর আহত হন। গুরুতর অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত ডাক্তার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। কিন্তু পথিমধ্যে দুলাল মিয়া মৃত্যুর কুলে ঢলে পড়েন। নিহত দুলাল মিয়ার বাড়ি নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামে।