সিলেট ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০
প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
হবিগঞ্জের নবীগঞ্জে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি ও মূল্য তালিকা সংরক্ষণ না থাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।
শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের দুটি পৃথক টিম এসব জরিমানা আদায় করেন। জানাযায়, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির খবরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে উপজেলার দিনারপুর পরগণার দেবপাড়া ইউনিয়নের গোপলার বাজার, দেবপাড়া বাজার, পানিউমদা ইউনিয়নের পানিউমদা বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় মূল্য তালিকা সংরক্ষণ না থাকায় বিভিন্ন ব্যবসায়ীদের ১৬হাজার টাকা জরিমানা করা হয়।
সেই সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অবৈধ মজুদ বা কৃত্রিম সংকট যাতে না সৃষ্টি করা হয় এর জন্য কঠোর ভাবে নির্দেশনা দেন। অপর দিকে, উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের অধিক মূল্যে পণ্য বিক্রয় করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন এর নেতৃত্বে উপজেলার ফার্মের বাজার, কাজীর বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি ও মূল্য তালিকা সংরক্ষণ না থাকায় বিভিন্ন ব্যবসায়ীদের ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অবৈধ মজুদ বা কৃত্রিম সংকট যাতে না সৃষ্টি করা হয় এর জন্য কঠোর ভাবে নির্দেশনা দেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিত কুমার পাল।