নিজের গাড়ি হাসপাতালে দিলেন ব্যারিস্টার সুমন

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০

নিজের গাড়ি হাসপাতালে দিলেন ব্যারিস্টার সুমন

জেলা প্রতিনিধিঃঃ

দেশে করোনাভাইরাস পরিস্থিতির কারণে নিজের ব্যবহৃত গাড়িটি ডাক্তার এবং চিকিৎসা কাজে ব্যবহারের অনুমতি দিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সেই সঙ্গে পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট হিসেবে বেশ কিছু রেইনকোটও দিয়েছেন তিনি। আজ শনিবার এক ভিডিওবার্তায় এমনটাই জানান সামাজিক যোগযোগমাধ্যমের পরিচিত এই মুখ।

 

ভিডিওবার্তায় ব্যারিস্টার সুমন বলেন, ‘এই ৭-৮ দিনের মাথায় এই প্রথম আমি বাসা থেকে বের হয়েছি। বের হয়েছি আমার কারণে নয়, দেশের কারণে। আমার বের হওয়া জরুরি। আমি খবর পেলাম, হাসপাতালগুলোতে ডাক্তারদের জন্য যে পরিমাণে পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) থাকা দরকার, তা এখন নেই। সরকার থেকে তা আসছে।

 

আমিও কয়েক জায়গায় খোঁজ নিয়ে প্রটেকটিভ ইকুইপমেন্ট পাইনি। আমি ডাক্তারের সঙ্গে আলোচনা করে কয়েকটি রেইনকোট ব্যবস্থা করেছি। এই সময় নাকি, রেইনকোটও কাজে লাগে। তাই এগুলো নিয়ে এসেছি।

 

তিনি আরও বলেন, ‘আমার এই গাড়িটা, আমি ঢাকায় ব্যবহার করি। লকডাউনের কারণে এটি এখন কোনো কাজে লাগছে না। আমি সিদ্ধান্ত নিয়েছি এই গাড়িটা হাসপাতালে এবং যেখানে লাগবে সেখানে আমি দিয়ে দিতে চাই। আমি ডাক্তার সাহেবদের বলেছি, তারা আমাকে জানিয়েছেন, এখন এই সময় তাদের গাড়িটি লাগবে না। যখনই তাদের দরকার হবে তারা গাড়িটি নিতে পারবেন।

 

সিলেটের চুনারুঘাট হবিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে সুমন আহ্বান জানান, যাদের গাড়ি বেশি আছে তারা যদি নিজ জন্মস্থানের হাসপাতালে একটি গাড়ি দিয়ে রাখেন, তাহলে ডাক্তারদের সুবিধা হবে। যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বানও জানিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

Spread the love