সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০
জেলা প্রতিনিধিঃঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে হাটবাজারে দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করছে। শনিবার সকাল ১০ টায় উপজেলার কালেঙ্গা বাজার, মুন্সীবাজার, শমশেরনগর আশপাশ এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, বিভিন্ন বাজারে পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, কাঁচামাল, মাছসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান হয়। পণ্যসামগ্রী সর্বন্মি লাভে বিক্রয় করার জন্য ব্যবসায়ীদের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার অনুরোধ জানান।
আইন লঙ্ঘনের অভিযানে শমশেরনগর বাজারে পাল এন্ড সন্সকে এক হাজার টাকা এবং শেখ বাবুল স্টোরকে এক হাজার টাকাসহ দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন অভিযানের সত্যতা নিশ্চিত করেন।