সিলেট ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, মে ৫, ২০২৫
প্রতিনিধি/কমলগঞ্জঃঃ
কমলগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ হাট শমশেরনগর কাঁচাবাজারের ময়লা-আবর্জনা ফেলে চা বাগানের ঝিলের পানিপ্রবাহের নালার মুখ বন্ধ হয়ে গেছে। ময়লা পানি উপচে পড়ছে রাস্তার ওপর।
এমন পরিস্থিতিতে এসব ময়লা পানি মাড়িয়ে চলাচল করছেন শিক্ষার্থী, মসজিদের মুসল্লি ও সাধারণ মানুষ। নালার ময়লা-আবর্জনা পরিষ্কারের দায়িত্ব ইজারাদারের হলেও নতুন ও পুরোনো ইজারাদারের ঠেলাঠেলিতে জনদুর্ভোগ ব্যাপক আকার ধারণ করেছে। কমলগঞ্জ উপজেলার সবচেয়ে বড় হাট হচ্ছে শমশেরনগর বাজার। এখানে প্রতিদিন ভোর থেকে রাত ১২টা পর্যন্ত বেচাকেনা চলে। কমলগঞ্জ, কুলাউড়া ও রাজনগর উপজেলার কমপক্ষে ২৫টি ইউনিয়নের মানুষজন এ বাজারে নিত্য আসা-যাওয়া করেন। ফলে এখানকার কাঁচাবাজার ব্যস্ত থাকে।
শমশেরনগর কাঁচাবাজারের সব ময়লা ফেলা হয় শমশেরনগর-কমলগঞ্জ সড়কের আইডিয়াল কিন্ডারগার্টেন ও হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের মধ্যবর্তী চা বাগানের ঝিলে। ময়লায় এ ঝিলের পানিপ্রবাহের নালার মুখ বন্ধ হয়ে গেছে। টানা কয়েক মাসের খরায় ঝিল শুকিয়ে থাকলেও দেয়ালের বাইরের অংশ দিয়ে মাছবাজারসহ আবাসিক এলাকার বাসা-বাড়ির ময়লা পানি প্রবাহিত হচ্ছে। নালার মুখ বন্ধ থাকায় বাজারের নালার কালো ময়লা পানি এখন রাস্তায় উঠে এসেছে। এ অবস্থায় এ পথে চলাচলকারী স্কুল-কলেজের শিক্ষার্থী, মসজিদের মুসল্লি ও সাধারণ মানুষজন ময়লা পানি মাড়িয়ে চলাচল করছেন।
হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিক বলেন, স্কুলে এখন এসএসসি পরীক্ষা চলছে। নালার মুখ বন্ধ থাকায় শিক্ষার্থীরা রাস্তার ময়লা পানি মাড়িয়ে কেন্দ্রে আসছে। আইডিয়াল কিন্ডারগার্টেনের শিক্ষক আইনুন নিশাত বলেন, গত বছরও ভরা বর্ষায় এ নালার মুখ বন্ধ থাকায় স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে ঝিলের পানি তাদের স্কুলে ও আশপাশের বাসাবাড়িতে উঠেছিল। পরে এলাকাবাসী মিলে নালার মুখ পরিষ্কার করলে স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত হয়।
শমশেরনগরের ইউপি সদস্য ইয়াকুব আলী বলেন, বাজারের ময়লা-আবর্জনা ও ঝিলের পানিপ্রবাহের কারণে নালার মুখ বন্ধ হয়। চা বাগানের বিভিন্ন টিলার বৃষ্টির পানি নেমে এ নালা দিয়ে প্রবাহিত হয়। এখন নালার মুখ না খুলে দিলে ঝিলে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে চা প্লান্টেশন এলাকায় পানি প্রবেশ করবে। এক সপ্তাহে দুই বার চা বাগান থেকে এ নালার মুখ পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছিল। দেয়ালের বাইরের অংশের অবৈধ স্থাপনার কারণে আবর্জনা পরিষ্কার করতে পারেনি তারা।