সিলেট ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫
প্রতিনিধি/গোলাপগঞ্জঃঃ
গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ রায়গর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী লাইবা আহমদ ২০২৫ সালে সিলেট বিভাগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কবিতা আবৃত্তিতে দ্বিতীয় হয়েছে।
সে বাঘা ইউনিয়নের হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক সালেহ আহমদ ও ঢাকা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ রায়গড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রুমি বেগম খানের একমাত্র
মেয়ে।
সে ছোটবেলা থেকে কবিতা আবৃত্তির প্রতি খুবই আগ্রহী। এছাড়া সে গল্প বলা,ছবি আঁকা ও বাগান করতে খুবই পছন্দ করে।
তার এ কৃতিত্বের জন্য সে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান ও পিতা-মাতার কাছে কৃতজ্ঞতা জানিয়েছে।
এছাড়া সে ২০২৪ সালে সিলেট জেলায় কবিতা আবৃত্তি ও গল্প বলা প্রতিযোগিতায় তৃতীয় হয়েছিল।
ভবিষ্যতে লাইবা আহমদ একজন ডাক্তার হতে চায়। তার এ কৃতিত্ব ধরে রাখার জন্য সে সকলের কাছে দোয়া প্রার্থী।