সিলেট ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৫
বিলাল উদ্দিন/কুয়েতঃ
মোঃ হাসান শেখ (৩০) নামের সদ্য কুয়েত ফেরত যশোরের অভয়নগর উপজেলার মোঃ হাবিবুর রহমানের ছেলে। তিনি দীর্ঘ আট বছর কুয়েতে প্রবাসজীবন কাটিয়ে চার মাস আগে দেশে ফেরেন। দেশে ফিরে দুই মাস আগে বিয়ে করেন। যশোরের অভয়নগর কুয়েত ফেরত এক প্রবাসী যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (১৫ জুন) সকালে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলি গ্রামের একটি মাছের ঘেরের পাড় থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
তার বড় ভাই মুন্না শেখ বলেন, রাজনৈতিক কারণে হাসানকে ২০১৮ সালে কুয়েতে পাঠানো হয়। গত চার মাস আগে হাসান দেশে ফেরেন। শনিবার রাত ৯টার দিকে বাসা থেকে বের হয় হাসান। গভীর রাত পর্যন্ত বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়। এরপর রোববার ভোরে গ্রামের বাসিন্দা তবিবুর রহমান ঘেরপাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাগর, জামিল ও চঞ্চল নামে তিন যুবককে আটক করেছে পুলিশ।
অভয়নগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস বলেন, প্রবাসফেরত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আ*টক করা হয়েছে। তদন্তের মাধ্যমে হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।