সিলেট ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৫
প্রতিনিধি / বাগরেহাট ::
দক্ষণি-পশ্চমিাঞ্চলরে বশ্বিরে র্সববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবশ্বি ঐতহ্যি সুন্দরবনরে উপকূলে বঙ্গোপসাগর তীরে দুবলারচরে শুরু হয়ছেে এবাররে শুঁটকি মৌসুম। মৌসুম শুরুর দুই দনিে সাগরে নমেে প্রচুর মাছ পয়েে জলেরো বজোয় খুশী। জলেে মৎস্যজীবদিরে পদচারণায় এখন মুখরতি দুবলার আলোরকোলসহ অন্য তনিটি চর।
বনবভিাগ সূত্রে জানা যায়, র্পূব সুন্দরবনরে আলোরকোল, মাঝরেকল্লিা, নারকিলেবাড়য়িা ও শলোরচররে ৮১ র্বগমাইল এলাকা জুড়ে দুবলা জলেে পল্লী। দশেরে ৮০ ভাগ শুঁটকি মাছ আহরণ হয় দুবলারচর থকে।ে সাগর থকেে লইট্রা, ছুর,ি চংিড়,ি রুপচাঁদা, পোয়াসহ না না প্রজাতরি মাছ ধরে শুঁটককিরণরে জন্য দুবলার চারটি চরে দশ সহস্রাধকি জলেে সমবতে হয়ছেনে।
২৬ অক্টোবর থকেে র্মাচ ৫ মাস র্পযন্ত জলেরো দুবলারচরে অবস্থান নয়িে সাগরে মাছ ধরবনে। শুঁটকি আহরণ মৌসুমে এবার শুঁটকি পল্লীতে জলে-েবহরদারদরে জন্য ১০৪০টি অস্থায়ী ঘর, ৬১টি ডপিো ও বভিন্নি নত্যিপন্যরে ৮০টি দোকান ঘর তরৈীর অনুমতি দয়ো হয়ছে।ে দুবলার আলোরকোল থকেে সোমবার দুপুরে মোবাইল ফোনে দুবলা ফসিারমনে গ্রুপরে সভাপতি বীরমুক্তযিোদ্ধা মোঃ কামাল উদ্দনি আহমদে বলনে, দুবলারচরে শুঁটকি মৌসুম শুরুটা ভালো হয়ছে।ে আবহাওয়া অনুকুলে থাকায় জলেরো প্রথম দুদনিে প্রচুর মাছ পয়েছেনে। এ বছর দশ সহস্রাধকি জলেে দুবলারচর অঞ্চলে এসছেনে। জলেদেরে মধ্যে জলদস্যু আতংক রয়ছে।ে জলদস্যু নয়িন্ত্রণে তার ফসিারমনে গ্রুপরে পক্ষ থকেে কোস্টর্গাড,র্ যাব ও পুলশিরে র্উধতন র্কতপক্ষরে কাছে লখিতি আবদেন করে এসছেনে বলে দুবলা ফসিারমনে গ্রুপরে সভাপতি জানান।
শলোরচর জলেে সমতিরি সক্রেটোরী রামপালরে সাইফুল ইসলাম বলনে, প্রতি মৌসুমে আমরা বভিন্নিভাবে ঋণ করে সুন্দরবনরে দুবলার শুঁটকি পল্লীতে যাই। এবছরও ঋণ করে জলেদেরে নয়িে মাছ ধরতে শলোরচর শুঁটকি পল্লীতে এসছে।ি আলোরকোলরে রামপাল জলেে সমতিরি সভাপতি মোতাসমি ফরাজী সোমবার দুপুরে মোবাইল ফোনে বলনে, মৌসুমরে প্রথম দনিে আলোরকোলে এসে জলেদেরে কউে তাদরে থাকার জন্য অস্থায়ী ঘর বানানোর কাজে ব্যস্ত হয়ে এবং কউে সাগরে মাছ ধরতে নমেে পড়ছেনে। রবি ও সোমবার সাগরে জলেরো প্রচুর মাছ পয়েে বজোয় খুশী হয়ছেনে।
আলোরকোল ফরস্টে টহল ফাঁড়রি ভারপ্রাপ্ত র্কমর্কতা ফরষ্টোর তানভরি হাসান ইমরান বলনে, জলেরো রববিার আলোরকোলে এসইে সাগরে নমেে পড়ছেনে। তারা মোটইে সময় নষ্ট করতে চাননা। গত দুই দনিে ধরা মাছ শুঁটকি করার জন্য তাদরে বানানো মাচায় বছিয়িে দয়িছেনে কউে মাটতিে ত্রপিলরে উপর মলেে দয়িছেনে। সুন্দরবন র্পূব বন বভিাগ বাগরেহাটরে বভিাগীয় বন র্কমর্কতা (ডএিফও) মোঃ রজোউল করীম চৌধুরী বলনে, দুবলার শুঁটকি পল্লীতে অস্থায়ী ঘর নর্মিাণে জলেদেরে দশেীয় প্রয়োজনীয় সরঞ্জাম সঙ্গে নতিে নর্দিশেনা দওেয়া হয়ছে।ে তাদরে আবাস স্থল নর্মিাণে সুন্দরবনরে কোন গাছপালা ব্যবহার করতে পারবনো।
জলেদেরে থাকার জন্য ১০৪০টি অস্থায়ী ঘর, ৬১টি ডপিো ও বভিন্নি নত্যিপন্যরে ৮০টি দোকান ঘর তরৈীর অনুমতি দয়ো হয়ছে।ে এ বছর দুবলারচর থকেে ৬ কোটি টাকা রাজস্ব আদায়রে লক্ষ্যমাত্রা নর্ধিারণ করা হয়ছে।ে গত ২০২৪-২৫ র্অথ বছরে দুবলারচর থকেে ৫ কোটি ৭৭ লাখ ৭২ হাজার ৬৪৬ টাকা রাজস্ব আদায় হয়ছেলিো। শুঁটকি আহরতি হয়ছেলিো ৬৩ হাজার ৫৪১.৬২ কুইন্টাল । মাছ শকিাররে আড়ালে কউে যাতে সুন্দরবনরে বন্যপ্রানী শকিারসহ কোনো গাছপালা কাটতে ও ব্যবহার করতে না পারে সে জন্য বনরক্ষীরা র্সাবক্ষনকি নজরদারী চালাবে বলে ডএিফও জানয়িছেনে।