করোনায় পিতা মাতা হারালেন সিলেট আ.লীগ নেতা

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২০

করোনায় পিতা মাতা হারালেন সিলেট আ.লীগ নেতা

লন্ডন বাংলা ডেস্কঃঃ
সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান, মেট্রোপলিটন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স (এসএমসিসি)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ড. তৌফিক রহমান চৌধুরীর বাবা মুজিবুর রহমান চৌধুরী এবং মাতা রুকিয়া খানম চৌধুরী অসুস্থ হয়ে লন্ডনে মৃত্যুবরণ করেছেন। ( ইন্নালিল্লাহি ….রাজিউন )।

শুক্রবার (১০ এপ্রিল) মুজিবুর রহমান চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে গত শুক্রবার (৩ এপ্রিল) রুকিয়া খানম চৌধুরী করোনা আক্রান্ত হয়ে লন্ডনে হাসপাতালে মৃত্যুবরণ করেন। এদিকে মরহুম মুজিবুর রহমান চৌধুরী ও মরহুমা রুকিয়া খানম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। শোক বার্তায় তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Spread the love