সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০
বুলবুল আহমদঃঃ
সুনামগঞ্জ:
মহামারি করোনা ভাইরাসেও থেমে নেই মাদক বিক্রেতারাও। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার ৫টার সময় সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানা এলাকায় সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) র্যাব-৯ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার ফয়সল আহমদ এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন সিরাজপুর গ্রাম থেকে ৪৮ বোতল বিদেশী মদসহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
গ্রেফতারকৃত আসামী সুনামগঞ্জ জেলার বিশ^ম্ভরপুর থানার শাহাপুর গ্রামের আব্দুল মন্নান পুত্র আব্দুল জলিল (৩০)। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের বিশ^ম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
মৌলভীবাজার:
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, এর পৃথক দুইটি আভিযানিক ১৪ ব্যক্তিকে ৬,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে ১২টা হইতে ১টা পর্যন্ত ও ১০টা হইতে ১০টা ৩০ মিনিট পর্যন্ত র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প), সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর পৃথক দুইটি আভিযানিকদল মেজর আহমেদ নোমান জাকি ও এএসপি ওবাইন, এএসপি মোঃ আনোয়ার হোসেন, এএসপি এ,কে,এম কামরুজ্জামান এর নেতৃত্বে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিলেট সুমাইয়া ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌলভীবাজার মোঃ নেছার উদ্দিন এর সমন্বয়ে এসএমপির এয়ারর্পোট ও মৌলভীবাজারের সদর থানা এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর ২৪ (২) ধারা অমান্য করায় ১৪ ব্যক্তিকে ৬,৫০০ টাকা জরিমানা প্রদান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
হবিগঞ্জ:
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হাওয়ার পর থেকে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ও প্রবাসীরা ভাইরাস মোকাবিলায় নানামুখী উদ্যোগে সাহায্যের হাত প্রসারিত করেছেন। কিন্তু এর মধ্যে সম্পূর্ণ ব্যতিক্রমী একজন মানুষ বাংলাদেশ আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সাবেক সদস্য মোঃ আব্দুল মুকিত চৌধুরী। তিনি দেশে করোনা প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে হবিগঞ্জ, নবীগঞ্জ-বাহুবল আসনের বিভিন্ন গ্রামের অসহায়- দুস্ত ও দারিদ্র- কর্মহীন মানুষের পাশে দাঁড়াচ্ছেন নিজ উদ্যোগে।
ব্যক্তিগত উদ্যোগে তিনি নিরবে নিভৃত্তে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন- সার্বক্ষনিক খোজ খবর রাখছেন। তিনি তার এই সহযোগিতার চিত্র ছবি তোলে ফেইসবুক প্রচার না করতে তিনি তার কর্মী সমর্থকদের সতর্ক করেছেন। তিনি ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত নবীগঞ্জ-বাহুবলের বহু পরিবারের পাশে দাড়িয়েছেন। মোঃ আব্দুল মুকিত চৌধুরী নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের খনকারী পাড়া গ্রামের কৃতি সন্তান।
এ ব্যাপারে আব্দুল মুকিত চৌধুরী বলেন, সফল রাষ্ট নায়ক দেশরতœ শেখ হাসিনা’র নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক জননেতা আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিলের আহবানে (কোভিড -১৯) করোনা ভাইরাসের প্রর্দুভাবে ক্ষতিগ্রস্থ, অসহায়- দুস্থ, দিনমজুর, কেটে খাওয়া মানুষদের পাশে দাড়ানোর চেষ্টা করছি। এরই ধারাবাহিকতায়, আমি গোপনে তালিকা করে অসহায় মানুষের ঘরে গোপনে খাবার পৌঁছে দিচ্ছি।
কারণে চলমান সাধারণ ছুটিতে কর্মহীন হয়ে পড়া অসহায়- দুস্থ দারিদ্র দিনমজুর মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা গেলেও মধ্যবৃত্ত ও নিম্ন মধ্যবিত্তরা লোক লজ্জায় মুখ খলছেন না। এ বিষয়টি চিন্তা করেই অত্যান্ত নিরবে তাদের মধ্যে ত্রাণ সহায়তা দেয়ার উদ্যোগ গ্রহন করেছি। যারা আমাকে ফোন করে সহযোগিতা চাচ্ছেন আমি গোপনীয়তা বজায় রেখে তাদের ঘরে ত্রান সামগ্রী পৌঁছে দিচ্ছি।
দেশের প্রতিটি মানুষের সচেতন মানুষের উচিত যার যার পরিবার, আত্বীয় স্বজন ও এলাকায় লোকজনের মধ্যে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। তিনি স্বাস্থ্য বিধি ও সরকারি নির্দেশনা মেনে চলার অনুরুধ জানান। পাশাপাশি সমাজের বৃত্তবান লোকদেরকে দুস্থ-অসহায়, দরিদ্র, দিনমজুর, খেটে খাওয়া মানুষদের পাশে দাড়ানোর আহবান জানান।