বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নে অসহায়দের মধ্যে আ’লীগের চাল বিতরণ

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২০

বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নে অসহায়দের মধ্যে আ’লীগের চাল বিতরণ
 
প্রতিনিধি/বিশ্বনাথঃঃ
করোনা ভাইরাসের সংকটময় মুহুর্ত মোকাবেলার লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কর্মহীন-অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে চাল বিতরণ অব্যাহত রয়েছে। রোববার দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের ১৮০টি পরিবারের সদস্যদের মধ্যে চাল বিতরণ করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
চাল বিতরণের জন্য ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্রত্যেক ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক তালিকা তৈরী করেছেন। প্রধান অতিথি হিসেবে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য এস এম নুনু মিয়া।
এ সময় তিনি বলেন, করোনার এই সংকটময় মুহুর্তে সকল ভেদাভেদ ভুলে সরকারের পাশাপাশি আমাদের সবাইকে সমাজের কর্মহীন-অসহায় ও দরিদ্র পরিবারের মানুষের পাশে দাঁড়ানো উচিত। প্রধানমন্ত্রীর নির্দেশমত সকল এলাকায় যাতে সঠিকভাবে ত্রাণ বিতরণ করা হয় সেজন্য সকল জনপ্রতিনিধিদেরকে সহযোগীতা করতে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এগিয়ে আসতে হবে। আর করোনার সংকটময় এই মুহুর্তকে পুঁজি করে কেউ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করবেন না, করলে সাথে সাথেই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় চাল বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, শাহ ফয়েজ আহমদ সেবুল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাব, সাধারণ সম্পাদক আবদুর আজিজ প্রমুখসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও নেতাকর্মী।
Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031