সিলেট ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২০
জেলা প্রতিনিধিঃঃ
হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় একদিনেই ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আজ সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে যাদের পরীক্ষা করা হয়েছে এরমধ্যে এই ১০ জনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক ও ২ জন নার্স রয়েছেন। সোমবার রাত ১০টার দিকে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. কে এম মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান- আক্রান্তদের মধ্যে ৮ জন পুরুষ এবং ২ জন নারী রয়েছেন। এরমধ্যে লাখাই উপজেলায় ৩ জন, বানিয়াচং উপজেলায় ৩ জন, বাহুবল উপজেলায় ১ জন, আজমিরীগঞ্জ উপজেলায় ২ জন ও চুনারুঘাট উপজেলায় ১ জন। তাদের প্রত্যেকের রিপোর্টই সিলেট করোনা সনাক্তকরণ ল্যাব থেকে এসেছে।
এর আগে ১১ এপ্রিল হবিগঞ্জে প্রথম করোনা রোগী সনাক্ত হয়। তিনিসহ জেলায় আক্রান্ত ১১ জনই হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধিন রয়েছেন।