হবিগঞ্জে গাড়ি চাপায় দুই সিএনজি চালক নিহত

প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০

প্রতিনিধি/ হবিগঞ্জঃঃ

 

হবিগঞ্জে সড়ক দূর্ঘটনায় দুই সিএনজি চালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।নিহতরা হলেন-বাহুবল উপজেলার পুটিজুরী ইউপির মন্ডলকাপন গ্রামের আতিক উল্লার ছেলে আব্দুর রকিব ও একই ইউপির নোয়াপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে আক্তার মিয়া।বাহুবল উপজেলার মহাসড়কের দৌলতপুর বাগানবাড়ি এলাকায় মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটে।

 

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করে। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার পুটিজুরী বাজার থেকে একটি অটোরিকশায় মিরপুর বাজারে গ্যাস নিতে আসছিলেন দুই অটোরিকশা চালক।বাগানবাড়ী এলাকায় পৌঁছালে অজ্ঞাত এক গাড়ি তাদের অটোরিকশাকে চাপা দিলে এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি কেএম মনিরুজ্জামান জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত সিএনজিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়াও মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। তবে কোন গাড়ির চাপায় তাদের মৃত্যু হয়েছে সে সম্পর্কে জানতে পুলিশ তৎপর চেষ্ঠা চালিয়ে  যাচ্ছে।

 

এলবিএন/২৮-জ/এম/৭০/এস-০২

Spread the love