বুলবুল আহমদ/নবীগঞ্জঃঃ
হবিগঞ্জ জেলার নবীগঞ্জে উপজেলায় নারায়ণগঞ্জ ফেরত ৫ জনের করোনা সনাক্ত করা হয়েছে। শুক্রবার বিকালে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প, প কর্মকর্তা ডাক্তার আব্দুস সামাদ এ তথ্যটি নিশ্চিত করেছেন। করোনা ভাইরাস সন্ধেহে ১৭০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়।
এতে ৩৪ জনের রিপোর্ট আসলে এর মধ্যে ৫ জনের করোনা আক্রান্ত বলে জানানো হয়। এই করোনা আক্রান্ত সবাই নারায়ণগঞ্জ থেকে আসা লোকজন। উপজেলার পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের সোনাপুর গ্রামের ৩জন। জগন্তাতপুর এলাকার ১জন, নবীগঞ্জের করগাও ইউনিয়নের মাধবপুর গ্রামে ১জন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প, প কর্মকর্তা ডাক্তার আব্দুস সালাম বলেন, করোনায় আক্রান্তদের বাড়িতে খুব দ্রুত যাওয়া হবে এবং সরকারী বিধি মোতাবেক তাদেরকে চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হবে। এ ছাড়া তাদের পরিবাররের অন্যান্য সদস্যদের বাধ্যতা মূলক হোম কোয়ারান্টাইন রাখা হবে।