সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, মে ৩, ২০২০
জেলা প্রতিনিধিঃঃ
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক চাপায় গিয়াস উদ্দিন (৩৮) নামে এক রিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশানর ২ যাত্রী আহত হয়েছেন।রবিবার বিকাল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম নুরপুর এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত রিকশা চালক উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নের শেরপুর গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে গিয়াস উদ্দিন (৩৮ )।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সিলেটগামী একটি ট্রাক অলিপুরগামী যাত্রীবাহি একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে চালক নিহত হন। এ ঘটনায় রিকশার দুই যাত্রী গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।