সিলেট ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, মে ৫, ২০২০
ভ্রাম্যমান প্রতিনিধি বুলবুল আহমদঃঃ
পবিত্র রমজান উপলক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০(ক) ধারা আনুযায়ী পণ্যের মান নিন্ম, অপরিচ্ছন্ন, মেয়াদ উত্তীর্ণ ও পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় ১১ টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
জানাযায়, গতকাল ৪ মে সোমবার দুপুর ১১টা ৩০ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯, সিলেট ক্যাম্পের সিপিসি-১, সুনামগঞ্জ ক্যাম্পের সিপিসি-৩ এর পৃথক দু’টি আভিযানিক দলের এএসপি কামরুজ্জামান ও লেঃ কমান্ডার ফয়ছল আহমদ এর নেতৃত্বে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সিলেট এর সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সুনামগঞ্জ এর সহকারী পরিচালক মোঃ সফিকুল ইসলাম এর সমন্বয়ে সিলেটের বিয়ানীবাজার ও সুনামগঞ্জের জামালগঞ্জ থানা এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪০ (ক) ধারা অনুযায়ী পণ্যের মান নিন্ম, অপরিচ্ছন্ন, মেয়াদ উল্টীর্ণ ও পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় ১১টি প্রতিষ্টানকে ৯২ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে বলে এ বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
৩৬টি গাঁজার গাছ সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯
গাঁজার গাছ সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। গত রবিবার ২ মে বিকাল ৪টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দলের লেঃ কমান্ডার ফয়ছল আহমদ এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার মিয়ারচর গ্রামস্থ মিয়ারচর টেক থেকে মাদক ব্যবসায়ী শামীম মিয়ার পুকুর পারের দক্ষিণ পাশ থেকে ৩৬ (ছয়ত্রিশটি) গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। গেস্খফতারকৃত আসামী সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার মিয়ারচর গ্রামের মৃত জনাব আলীর পুত্র মোঃ গোলাপ মিয়া (৪৬)। উদ্ধারকৃত আলামত সহ আসামীকে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার এমসটি ওবাইন।
মহামারি করোনায় থেমে নেই কালোবাজারিরা! জাল টাকার নোটসহ ১ জালিয়াতিকারীকে গ্রেফতার করেছে র্যাব-৯
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বিকাল ৩টা ২০ মিনিটের সময় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯, সিপিসি-১ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দলের এএসপি সত্যজিৎ কুমার ঘোষ ও এএসপি কামরুজ্জামান এর নেতৃত্বে সিলেট জেলার কানাইঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে মেসার্স রেদুওয়ান ফার্নিচার মাঠ এন্ড ডোর হাউজ এর সামনে থেকে ১,০৪০০০ (এক লক্ষ চার হাজার) জাল টাকার নোটসহ ১ জন টাকা জালিয়াতকারীকে গ্র্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতারকৃত আসামী সিলেট জেলার গোলাপগঞ্জ থানার উত্তর গোলাপনগর গ্রামের মৃত ফজলু মিয়ার পুত্র মোঃ লিটন মিয়া (৩২)। উদ্ধারকৃত জাল টাকাসহ গ্রেফতারকৃত আসামীকে সিলেট জেলার কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করছেন সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।