সিলেট ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ, মে ৮, ২০২০
বুলবুল আহমদঃঃ
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ (ক) ধারা অনুযায়ী পণ্যের মান নিন্ম, অপরিচ্ছন্ন, মেয়াদ উত্তীর্ণ ও পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় ৪ টি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে র্যাব-৯। ৭ মে বুধবার দুপুর ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ সিলেট ক্যাম্প এর আভিযানিক দলের এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর নেতৃত্বে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মোঃ ফখরুল ইসলাম এর সমন্বয়ে সিলেটের শাহপরাণ থানা এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে ৪ টি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে।
সিলেটের বিশ্বনাথ এলাকায় ভেজাল বিরোধী অভিযানে ৩টি প্রতিষ্টানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৯ পণ্যের মান নিন্ম অপরিচ্ছন্ন, মেয়াদ উত্তীর্ণ ও পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় ৩ টি প্রতিষ্ঠানকে র্যাব-৯ জরিমানা আদায় করেছে।
জানাযায়, ৭ মে দুপুর ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ সিলেট ক্যাম্প এর আভিযানিক দলের এএসপি এ কে এম কামরুজ্জামান এর নেতৃত্বে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদ এর সমন্বয়ে বিশ^নাথ থানা এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০(ক) ধারা অনুযায়ী পণ্যের মান নি¤œ, অপরিচ্ছন্ন, মেয়াদ উত্তীর্ণ ও পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় ৩ টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
র্যাবের হাতে ১৮০ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মঙ্গলবার ৬ মে বিকাল ৪টা ৫০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯, সিটিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দলের লেঃ কমান্ডার ফয়ছল আহমদ এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অচিন্তপুর কবরস্থানের সামন থেকে ২৮০ (দুই শত আশি) পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতারকৃত আসামী সুনামগঞ্জ জেলার সদর থানার সোনাপুর গ্রামের আবু সালামের পুত্র মোঃ তকবির হোসেন (৩০) ও রবি মিয়ার পুত্র মো: উজ্জল মিয়া (৩৩)। উদ্ধারকৃত আলামত সহ গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
হোম কোয়ারেন্টাইন অমান্য করায় ৫ জন ও শ্রীমঙ্গল থানা এলাকায় ৭ জন ব্যক্তিকে ১৩ হাজার ৫শ টাকা জরিমানা করে পুনরায় র্যাব-৯ তাদের হোম কোয়ারেন্টাইনে
হোম কোয়ারেন্টাইন অমান্য করায় মৌলভীবাজার জেলার সদর থানা এলাকায় ৫ জন ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল এলাকায় ৭ জনকে ১৩,৫০০ টাকা জরিমানা প্রদান করে পুনরায় হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার ৬ মে ১টা ৩০ মিনিট হইতে ২টা ৩০ মিনিট ও ৫টা ৩০ মিনিট হইতে ৬টা ৩০ মিনিট পর্যন্ত পৃথক অভিযান পরিচালনার করে র্যাব-৯। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের অপারেশন কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি ও এএসপি মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে মৌলভীবাজার নির্বাহী ম্যজিস্ট্রেট সুমন চন্দ্র দাশ ও শ্রীমঙ্গল নির্বাহী ম্যজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন এর সমন্বয়ে মৌলভীবাজার জেলার সদর ও শ্রীমঙ্গল থানা এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে দন্ড বিধি ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক হোম কোয়ারেন্টাইন অমান্য করায় মৌলভীবাজার জেলার সদর থানা এলাকায় ৫ জন ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় ৭ জন ব্যাক্তিকে ১৩,৫০০ হাজার টাকা জরিমানা প্রদান করে পুনরায় হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন, ওবাইন এএসপি মিডিয়া অফিসার র্যাব-৯, সিলেট।