সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দাওরাই-পাটকুড়া রাস্তা হতে পাটকুড়া মাদ্রাসা পর্যন্ত ৩০৪ ফুট আরসিসি পাকা রাস্তার কাজ শুরু হয়েছে। এলজিএসপি-৩ প্রকল্পের অধীনে সাড়ে লাখ টাকা ব্যয়ে ২৮ জানুয়ারি মঙ্গলবার এ রাস্তার কাজের উদ্বোধন করেন আশারকান্দি ইউপি চেয়ারম্যান শাহ আবু ইমানী। এতে প্রায় ৭০ হাজার টাকার রড দিয়ে সহায়তা করেন পাটকুড়া এলাকাবাসী।
এ সময় আশারকান্দি ইউপি সচিব তোফাজ্জল হোসেন, ইউপি সদস্য ফজলু মিয়া, পাটকুড়া মাদ্রাসা কমিটির সভাপতি আজাদ মিয়া, লেচু মিয়া, লুৎফুর মিয়া, আবদুল করিম, সানুর মিয়া, ফারুক মিয়া সহ স্থানীয় গণ্যমান্য লোকজন ও মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।