সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, জুন ১২, ২০২০
আন্তর্জাতিক ডেস্কঃঃ
সীমিত আকাড়ে ও স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর পর আগামী ১৬ জুন থেকে আন্তর্জাতিক রুটেও ফ্লাইট চলাচল শুরু হতে হচ্ছে।বৃহস্পতিবার এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে ইউএনবিকে জানিয়েছন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।
তিনি বলেন, ‘আপাতত সীমিত আকাড়ে আগামী ১৬ জুন থেকে শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-যুক্তরাজ্য-ঢাকা ফ্লাইট চলবে। কাতার এয়ারওয়েজ ঢাকা-দোহা-ঢাকা রুটে শুধু ট্রানজিট যাত্রী পরিবহন করবে।’পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য রুটে ফ্লাইট চালু করা হবে জানিয়ে বেবিচক চেয়ারম্যান বলেন, ‘তবে আমরা চাইলেও অনেক দেশে ফ্লাইট চালু করতে পারবো না। যে দেশে ফ্লাইট চালু করবো সেদেশেরও অনুমতি লাগবে।’