সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০
প্রতিনিধি/ বিশ্বনাথঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের গাছ ও আসবাবপত্র নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে উক্ত প্রতিষ্ঠানের এমএলএসএস বদরুল ইসলামের বিরুদ্ধে বিনা অনুমতিতে হাসপাতালের গাছ ও আসবাবপত্র নিয়ে যাওয়ার অভিযোগে ৫টি দপ্তরে স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী। এনিয়ে জনমনে চলছে নানান গুঞ্জন।উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বন বিভাগ বরাবরে এলাকার ছায়েদ মিয়া, ফয়জুল ইসলাম, রইছ খাঁ, আত্তর আলী, সুজিত বৈদ্য, জাবেদ আহমদ, তাপস দেব, শানুর আলী জয়দু ও রখন মিয়া স্বাক্ষরিত লিখিত অভিযোগগুলো প্রদান করা হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৭ জানুয়ারী বিকেলে বিশ্বনাথ সদর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ৮টি গাছ কেটে ও হাসপাতালের পুরাতন কিছু আসবাবপত্র নিজের ব্যক্তিগত কাজে ট্রাকে তুলে নিয়ে যান এমএলএসএস বদরুল ইসলাম। এলাকার লোকজন এতে বাঁধা দেওয়ার চেষ্ঠা করলে বদরুল উত্তেজিত হয়ে তাদেরকে বলেন বিষয়টি অফিসের, এব্যাপারে আপনারা জানার দরকার নেই। তার এমন কার্যকলাপে জনসাধারণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা দাবী করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মূসা বলেন, এমএলএসএস বদরুল ইসলাম যা কিছু নিয়েছেন সেগুলো হাসপাতালে এনে দেয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এলবিএন/৩০-জে/এস ৭০/১০-০২