সিলেট ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০
কলি বেগম/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে অবাধে খাল-বিল শুকিয়ে চলছে মাছ নিধন। ১ ফেব্রুয়ারি শনিবার সরজমিনে দেখা যায়, জগন্নাথপুর পৌর এলাকার বৈঠাখালি সেতুর নিচে থাকা বড় একটি খাল মেশিন দিয়ে শুকিয়ে মাছ ধরা হচ্ছে।
এ সময় স্থানীয়দের মধ্যে অনেকে জানান, শুধু এ খাল নয়। উপজেলার বিভিন্ন স্থানে আরো অনেক খাল-বিল শুকিয়ে এভাবে মাছ ধরা হয়েছে এবং হচ্ছে। এতে শুধু মাছ ধরেই শেষ নয়। এখন আবার নতুন পদ্ধতিতে খাল-বিল শুকিয়ে মাছ ধরার পর কাঁদা পানিতে চিটানো হয় এক ধরণের বিষ। এ বিষ প্রয়োগের পর কাঁদার নিচে লুকিয়ে থাকা মাছও বেরিয়ে আসে। এতে করে মাছের বংশ বিস্তার ধ্বংস করা হচ্ছে।
এছাড়া কোন খাল-বিল থেকে সাধারণ মানুষ জাল দিয়ে মাছ ধরতে পারেন না। মাছ ধরতে গেলেই ইজারাদার বলে তাড়িয়ে দিচ্ছেন প্রভাবশালীরা। যদিও অনেক খাল-বিল এখনো উন্মুক্ত থাকলেও সাধারণ মানুষ রয়েছেন বঞ্চিত। তাই দেশীয় মাছ রক্ষায় ব্যবস্থা নিতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন।