জগন্নাথপুরে অবাধে খাল-বিল শুকিয়ে চলছে মাছ নিধন

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০

জগন্নাথপুরে অবাধে খাল-বিল শুকিয়ে চলছে মাছ নিধন
১১৭ Views

 

কলি বেগম/জগন্নাথপুরঃঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে অবাধে খাল-বিল শুকিয়ে চলছে মাছ নিধন। ১ ফেব্রুয়ারি শনিবার সরজমিনে দেখা যায়, জগন্নাথপুর পৌর এলাকার বৈঠাখালি সেতুর নিচে থাকা বড় একটি খাল মেশিন দিয়ে শুকিয়ে মাছ ধরা হচ্ছে।

 

এ সময় স্থানীয়দের মধ্যে অনেকে জানান, শুধু এ খাল নয়। উপজেলার বিভিন্ন স্থানে আরো অনেক খাল-বিল শুকিয়ে এভাবে মাছ ধরা হয়েছে এবং হচ্ছে। এতে শুধু মাছ ধরেই শেষ নয়। এখন আবার নতুন পদ্ধতিতে খাল-বিল শুকিয়ে মাছ ধরার পর কাঁদা পানিতে চিটানো হয় এক ধরণের বিষ। এ বিষ প্রয়োগের পর কাঁদার নিচে লুকিয়ে থাকা মাছও বেরিয়ে আসে। এতে করে মাছের বংশ বিস্তার ধ্বংস করা হচ্ছে।

 

এছাড়া কোন খাল-বিল থেকে সাধারণ মানুষ জাল দিয়ে মাছ ধরতে পারেন না। মাছ ধরতে গেলেই ইজারাদার বলে তাড়িয়ে দিচ্ছেন প্রভাবশালীরা। যদিও অনেক খাল-বিল এখনো উন্মুক্ত থাকলেও সাধারণ মানুষ রয়েছেন বঞ্চিত। তাই দেশীয় মাছ রক্ষায় ব্যবস্থা নিতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন।

Spread the love

Follow us

আর্কাইভ

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031