ছাতকে হত্যা মামলা থেকে ইউপি চেয়ারম্যানের নাম প্রত্যাহারের দাবীতে সভা

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০

ছাতকে হত্যা মামলা থেকে ইউপি চেয়ারম্যানের নাম প্রত্যাহারের দাবীতে সভা

জেলা প্রতিনিধি/সুনামগঞ্জঃঃ

সুনামগঞ্জ জেলার ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মছব্বিরকে হত্যা মামলার আসামী করায় ১১ গ্রামবাসীর এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার রাতে বড় মায়েরকুল গ্রামে আব্দুল আলী মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা দুঃখ প্রকাশ করে বলেন, ছোট মায়েরকুল গ্রামে দু’পক্ষের সংঘর্ষে ফারুক আলীর পুত্র পাবেল মিয়া(২০)’র মৃত্যু ঘটে। পাবেল মিয়া হত্যা কান্ডের ঘটনায় জড়িতদের বিচার দাবী করে বক্তারা আরো বলেন, ইউনিয়নের অত্যন্ত জনপ্রিয় ও তিনবারের নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মছব্বিরকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে।

 

ঘটনার দিন চেয়াম্যান আব্দুল মছব্বির এলাকাতে না থাকলেও প্রতিপক্ষ মহল তার জনপ্রিয়তায় ঈর্শ¦ন্বিত হয়ে তাকে বিভিন্নভাবে হেয়-প্রতিপন্ন করার চেষ্টায় লিপ্ত রয়েছে। এরই অংশ হিসেবে পাবেল হত্যা মামলায় হয়রানির উদ্দেশ্যে জনপ্রিয় এ চেয়ারম্যানের নাম জড়ানো হয়েছে। পাবেল হত্যা মামলা থেকে ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বিরের নাম প্রত্যাহারের দাবী জানান বক্তারা।

 

সভায় বড় মায়েকুল, ছোট মায়েরকুল, মুনিরজ্ঞাতি, নোয়াগাঁও, সৈদের গাঁও, মাধবপুর, মর্যাদ, মনিপুর, সেনপুর, সেনপুর-নোয়াগাঁও দড়ারপাড়সহ উপস্থিত বিভিন্ন গ্রামের লোকনের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুল্লাহ, ইদ্রিছ আলী, মাহমুদ আলী, আতাবুল ইসলাম, আব্দুল মতিন, উকিল আলী, চমক আলী, মকবুল আলী, সজিদ আলী, মারফত আলী, আইয়ুব আলী, খোয়াজ আলী, ইলিয়াছ আলী, আব্দুল হান্নান, আব্দুল মছব্বির মেম্বার, হাফিজুর রহমান, আকবর আলী, মাষ্টার আব্দুল মমিন, সৈয়দ জুয়েল আহমদ, মাফিজ আলী, আব্দুল মতলিব, আব্দুল মান্নান, রজব আলী, মারফত আলী, জমির উদ্দিন প্রমুখ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30