সিলেট ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০
জেলা প্রতিনিধি/ হবিগঞ্জঃঃ
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মঘরের দূর্গাপুর এলাকা থেকে ইয়াবাসহ এক অটোরিক্সা চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিকালে বিজিবি সদস্যরা উপজেলার দূর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে অটোরিক্সাসহ দূর্গাপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে মুখলেছুর রহমান(৩০) কে আটক করে।
এ সময় আটককৃত মুখলেছ কে তল্লাশী করে ১৬৭ পিছ ইয়াবা টেবলেট উদ্ধার করে বিজিবি। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদুর রশীদ সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।