অমর একুশে বই মেলায় আহমদ আলী হিরনের মায়াবী অন্ধকার

প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০

অমর একুশে বই মেলায় আহমদ আলী হিরনের মায়াবী অন্ধকার
প্রতিনিধি/বিশ্বনাথঃঃ
বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের চাউলধনী হাওরের পারঘেষা মাটিজুরা নদীর পাশেই অজপাড়া গাঁয়ের (কালিটেকা) তরুন লেখক সাংবাদিক আহমদ আলী হিরনের প্রথম কাব্য গ্রন্থ ‘মায়াবী অন্ধকার‘ প্রকাশ হয়েছে।
দৈনিক জনতা, দৈনিক জৈন্তাবার্তা, বিশ্বনাথবিডি২৪ডটকমের স্টাফ রিপোর্টার আহমদ আলী হিরনের প্রথম কাব্য গ্রন্থ মায়াবী অন্ধকার বাসিয়া প্রকাশনীর, অমর একুশে বই মেলায় ৭১৫নং স্টলে পাওয়া যাবে ও সিলেটের প্রথম আলো বন্ধু সভার ১৬নং স্টলে পাওয়া যাবে বইটিতে স্হান পেয়েছে দেশ প্রেম ও মা মাটি আর মানুষের কথা, প্রচ্ছদ এঁকেছে ধ্রুবএষ, মুল্য ১৫০টাকা ।
আহমদ আলী হিরন শুধু একজন লেখক নন বটে তিনি ভাল একজন ইসলামি সংগীত শিল্পী, এই তরুন কবি অল্প সময়ে  কবিতার জগতে এসে পাঠক মহলে সাড়া জাগিয়েছন। তিনি তার প্রথম বইটির সফলতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছন।
Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031