দৈনিক জনতা, দৈনিক জৈন্তাবার্তা, বিশ্বনাথবিডি২৪ডটকমের স্টাফ রিপোর্টার আহমদ আলী হিরনের প্রথম কাব্য গ্রন্থ মায়াবী অন্ধকার বাসিয়া প্রকাশনীর, অমর একুশে বই মেলায় ৭১৫নং স্টলে পাওয়া যাবে ও সিলেটের প্রথম আলো বন্ধু সভার ১৬নং স্টলে পাওয়া যাবে বইটিতে স্হান পেয়েছে দেশ প্রেম ও মা মাটি আর মানুষের কথা, প্রচ্ছদ এঁকেছে ধ্রুবএষ, মুল্য ১৫০টাকা ।