সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২১
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের তাহিরপুরে সাংবাদিক কামাল হোসেনকে গাছের সাথে বেঁধে নির্যাতনের প্রতিবাদে জগন্নাথপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ২ ফেব্রুয়ারি মঙ্গলবার জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে স্থানীয় পৌর পয়েন্টে সভাপতিত্ব করেন জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আমিনুর রহমান জিলু।
সাধারণ সম্পাদক আলী হোসেন খানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সদস্য আমিনুর রহমান শিপন, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ইকবাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমদ তালুকদার, জগন্নাথপুর সংবাদপত্র বিক্রেতা সমিতির সভাপতি নিকেশ বৈদ্য প্রমূখ।
এ সময় জগন্নাথপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর, সহ-সভাপতি সুধাংশু, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ফারুক আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ, সদস্য জাহাঙ্গীর মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমা- নেতা ফকির আজিজ, আনফর হাজারী, শাহ রমিজ আলী সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।