বিশ্বনাথে পরিবেশ দূষণের বন্ধের দাবিতে স্বারকলিপি

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২০

বিশ্বনাথে পরিবেশ দূষণের বন্ধের দাবিতে স্বারকলিপি
প্রতিনিধি/বিশ্বনাথঃঃ

সিলেটের বিশ্বনাথে রাস্তার গালা পোড়ানোর পরিবেশ দূষণের অভিযোগে এনে সিলেট ২ আসনের সংসদ সদস্য এমপি মুকাব্বির খান বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়েছে। আজ রবিবার বিকেলে উপজেলার রামপাশা ইউনিয়নের আজিজনগর, চকরাম প্রসাদ, কাদিপুর, দশদল ও লামারচক গ্রামের তিন শতাধিক লোক স্বাক্ষরিত এ স্বারকলিপি প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট মোরব্বি আজর আলী ইন্তাজ আলী আফিজ আলী ফয়জুল হক সাহাব উদ্দিন ছামির আলী প্রমুখ।
স্বারকলিপিতে উল্লেখ করা হয়, লামাকাজি-সুনামগঞ্জ ও বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের সংস্কার রাস্তার কাজ শুরু হয়েছে। কিন্তু উপজেলার বিশ্বনাথ-রামপাশা সড়কের আজিজনগর গ্রামের রাস্তার পাশে সড়ক সংস্কার কাজের গালা পুড়ানোর মেশিন বসানো হয়েছে। ওই এলাকায় অবস্থিত, স্কুল, মাদরাসা, হাসপাতাল, একাডেমী, ইটভাটা রয়েছে। এতে গালা পুড়ানোর কারণে এলাকার পরিবেশ দুষিত হচ্ছে। এলাকাবাসী বিষয়টি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের অবহিত করেন। এতে তারা কোনো কর্ণপাত করেননি। গালার মেশিনের ধোয়ার কারণে এলাকার লোকজন বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশংকা করছেন স্থানীয়রা। ফলে গালা পুড়ানোর মেশিন অত্র সরিয়ে নেয়ার দাবি জানান এলাকাবাসী।
Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031