সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি ভাবে গভীর নলকূপ ও স্যানিটেশন বিতরণের লক্ষে সুবিধাভোগী নির্বাচন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি বুধবার উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক সুজিত কুমার রায়, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, নারী কাউন্সিলর মিনা রাণী পাল, সাংবাদিক সানোয়ার হাসান সুনু, অমিত দেব প্রমূখ। এ সময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবু মিয়া, শালিসি ব্যক্তি আবদুল জলিল, ব্যবসায়ী হাবিল মিয়া, সমাজকর্মী জিতু মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও উপকারভোগী নারী-পুরুষ জনতা উপস্থিত ছিলেন।