সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০
বিজয় রায়, সুনামগঞ্জঃঃ
ছাতকে পীর সফাত উল্লাহ(রঃ) ও জ্ঞানের সাগর দুর্বীণ শাহ(রঃ) দু’দিন ব্যাপী বার্ষিক ওরস মোবারক শুক্রবার দুর্বীণ টিলায় মাজার প্রাঙ্গনে সম্পন্ন হয়েছে। সমাপনী দিনে পীর সাধক দুর্বীণ শাহ’র স্মৃতিচারনমুলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, জ্ঞানের সাগর উপাধিদে ভুষিত এ মহা ব্যক্তিকে স্মরনীয় করে রাখতে ছাতকের সুরমা নদীর উপর নির্মাণাধীন ব্রীজের নামকরন করা হবে দুর্বীণ শাহ ব্রীজ। দূর্বীণ টিলায় দর্শনার্থীদের আসা-যাওয়া সহজ করতে এবং এলাকাকে পর্যটন কেন্দ্রের মতো গড়ে তুলতে সার্বিক ব্যবস্থা নেয়ার কথা বলেন এমপি মানিক।
কবি পুত্র আলম শাহ’র সভাপতিত্বে ও ইউআরসি মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক আব্দুল আহাদ, সহকারী জেলা প্রশাসক(রাজস্ব) রাশেদ ইকবাল, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাছুম, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, এএসপি ছাতক সার্কেল বিল্লাল হোসেন, ছাতক সিমেন্ট কারখানার এমডি এএফএম আব্দুল বারী, লাফার্জ হোলসিম সিমেন্ট কারখানার প্লান্ট ম্যানেজার হারপাল সিং, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ছাতক থানার ওসি মোস্তফা কামাল, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, গবেষক সুমন দাস, গবেষক সৈয়দা আখি হক প্রমুখ।
বৃহস্পতিবার দু’দিন ব্যাপী ওরস মোবারকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। এসময় ছাতক সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, সুদীপ দে, আছাব মিয়া, কবি পুত্র আলম শাহ, শ্রমিক নেতা খলিলুর রহমান, সাবেক মেম্বার শাহ ইলিয়াছ মিয়াসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১ম দিন ওরস মোবারক এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, এসিল্যান্ড তাপস শীলসহ কর্মকর্তাগণ। ২য় দিনে উপস্থিত উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুলসহ নেতৃবৃন্দ।
১ম দিনে দুর্বীণ শাহ ভক্ত লোক পরিষদের ব্যানারে পৃথক মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভক্ত শফি উদ্দিনের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা আব্দুস ছাত্তারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আলকাছ আলী, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়, আখলুছ আলী মেম্বার বাউল মঈন উদ্দিন, প্রবাসী আব্দুস সহিদ প্রমুখ। পরে খাতনামা শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হয় দুর্বীণ শাহ’র গানের আসর। পরের দিন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, ওসি মোস্তফা কামাল, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, প্রবাসী আশক আলীসহ নেতৃবৃন্দ উৎসব অঙ্গন পরিদর্শন করেন।