সিলেট ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০
প্রতিনিধি/সুনামগঞ্জঃ
ছাতকে আন্ধারীগাও শাহ আব্দুল্লাহ (রঃ)’র ২৭তম ইছালে ছোয়াব ও আলহাজ্ব পীর ফারুক আহমদ হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত মাজারের খাদিম দিল জালালী শাহ চেরাগ আলী মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। বাঘেরখলা দরবার শরীফের পীর আলহাজ্ব শাহ ফারুক আহমদের সভাপতিত্বে ও মাজারের খাদেম দিল জালালী শাহ চেরাগ আলীর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন আলহাজ্ব মাওলানা সালাহ উদ্দিন তুর্কী আল ক্বাদরী। বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন, পীরজাদা আলহাজ্ব মাওলানা খাজা মাহবুবুর রহমান জগতপুর দরবার শরীফ হবিগঞ্জ,
চরমহল্লা ইউপি কাজী মাওলানা কাজী আশিক উদ্দিন বিপ্লবী, গাবুরগাও দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা নাছির উদ্দিন নাজিমী, মাওলানা কবির আহমদ লতিফি, হাফিজ শামসুল ইসলাম, আন্ধারীগাও প্রমুখ। মাহফিলে প্রধান অতিথির বয়ানে মাওলানা সালাহ উদ্দিন তুর্কী আল ক্বাদরী বলেন, রাসুল (সঃ)’র জীবনেই রয়েছে আমাদের জন্যে সর্বোত্তম আদর্শ শিক্ষা। মাহফিলে এলাকার মুসল্লীগন উপস্থিত ছিলেন।