সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২০
আবুল ফয়েজ খান কামালঃ
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিকোনা স্কুল এন্ড কলেজে বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারী গ্রামীণ অনগ্রসর জনগোষ্ঠীতে নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, বহুবিবাহ, তালাক ও যৌতুক সম্পর্কে গণ সচেতনা সৃষ্টির লক্ষ্যে এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তারের সঞ্চালনায় ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফেঞ্চগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ খালেদ চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ মানিকোনা স্কুল এন্ড কলেজের শিক্ষকমন্ডলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল কলেজের শিক্ষার্থীসহ নানা বয়সী বিভিন্ন শ্রেণী পেশার সাধারন মানুষ। অনুষ্ঠানে বক্তারা নারীর উপর নির্যাতন, বহুবিবাহ, বাল্যবিবাহ, তালাক ও যৌতুকের মত সামাজিক ব্যাধির কুফল, প্রতিকার ও প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে উন্মুক্ত আলোচনা করেন।
স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সী (জাইকা), ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর সহযোগিতায় ক্যাম্পেইনটি বাস্তবায়ন করে ফেঞ্চুগঞ্জ মহিলা ও শিশু উন্নয়ন কমিটি।