সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২০
প্রতিনিধি/দোয়ারাবাজারঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলোনী গ্রামে আজ শুক্রবার(২৮ ফেব্রুয়ার) দুপুরে পানিতে পড়ে মোঃমাসুক মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত: মাসুক মিয়া ওই এলাকার হোসেন মিয়ার ছেলে।স্থানীয় ও
পারিবারিক সূত্রে জানা যায়, মৃত মাসুক মিয়া মৃগিরোগী রোগে আক্রান্ত ছিলেন অনেকবার আগেও পানিতে পড়ে ছিলেন।শুক্রবার কাউকে না জানিয়ে মৌলা নদীতে গোসল করতে গিয়ে মৃগীরোগ দেখা দিলে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
পরিবারের অন্য সদস্যরা মৌলা নদীতে গোসল করতে গিয়ে তার মৃতদেহ দেখে কান্নাকাটি শুরু হয়।মাসুকের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম মাষ্টার জানান মৃত মাসুক মিয়া মৃগীরোগী ছিলেন তার মৃত্যুতে আমরা শোকাহত।তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।