সিলেট ৩০শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে খুব বেশি প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। আগামীতে দাম আরও সমন্বয় করা হবে বলে জানান তিনি। শুক্রবার সকালে, সাংবাদিকদের এসব কথা জানান প্রতিমন্ত্রী।
এর আগে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পহেলা মার্চ থেকে সব পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, বিইআরসি। খুচরা পর্যায়ে বাড়ছে পাঁচ দশমিক ৩ শতাংশ বা ৩৬ পয়সা। এতে ইউনিট প্রতি বিদ্যুতের দাম দাঁড়িয়েছে ৭ টাকা ১৩ পয়সা। এছাড়া পাইকারিতে ৮ দশমিক ৪ শতাংশ বা ৪০ পয়সা বেড়েছে এবং সঞ্চালন পর্যায়ে মূল্যহার প্রতি ইউনিটে ৫ দশমিক ৩ শতাংশ হারে বাড়িয়েছে বিইআরসি।