ছাতকে বীমা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, মার্চ ১, ২০২০

ছাতকে বীমা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে জাতীয় বীমা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বীমা কর্মীদের নিয়ে সকালে র‌্যালী ও দুপুরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

র‌্যালী শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে ও বীমা কর্মী মাষ্টার আওলাদ আলীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুল আলম, ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত।

 

বক্তব্য রাখেন, বীমা কর্মী কামরুজ্জামান, মর্তুজা মিয়া তালুকদার, আইনুল ইসলাম, সুনু মিয়া, সেলিম আহমদ প্রমুখ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন বীমা কর্মী হাফিজ আবুল বাশার।

Spread the love