সিলেট ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২০
প্রতিনিধি/কমলগঞ্জঃঃ
“প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” ও “শেখ হাসিনার বারতা- নারী পুরুষের সমতা” এই প্রদিপাদ্য বিষয় নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমানের সভাপতিত্বে নারী সমাবেশে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মো. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দীন। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাস। সমাবেশে উপস্থিত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে নসুরাত তাসনিন।
এছাড়াও সমাবেশে মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।