তাজপুর কলেজে ওসমানীনগর অনলাইন প্রেসক্লাবের বৃক্ষরোপণ

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৪

তাজপুর কলেজে ওসমানীনগর অনলাইন প্রেসক্লাবের বৃক্ষরোপণ

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগর উপজেলায় অনলাইন প্রেসক্লাবের  বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায়  উপজেলার তাজপুর ডিগ্রী  কলেজ ক্যাম্পাসে বৃক্ষ রোপণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে  উপজেলার প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান তাজপুর মহাবিদ্যালয়ের প্রাঙ্গনে  ওসমানীনগর উপজেলা ছাত্রলীগ ও তাজপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগ বৃক্ষরোপন কর্মসূচিতে সার্বিক সহযোগিতায় অংশগ্রহন করে।

 

এ উপলক্ষে আয়োজতি সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশে প্রচণ্ড গরমে মানুষ অতিষ্ঠ। জলবায়ু পরিবর্তনের ফলে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। এই পরিস্থিতিতে বৃক্ষরোপণের বিকল্প নেই। “বৃক্ষ এবং আমাদের সম্পর্ক একে অপরের পরিপূরক। বৃক্ষের গুরুত্ব পৃথিবীতে অপরিসীম। তাই দেশ ও জাতির কল্যাণে প্রতি বছর ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের বিকল্প নেই।”

 

এসময় উপস্থিত ছিলেন, তাজপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রাণকান্ত দাশ, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক খায়রুল আবেদীন চৌধুরী, ব্যবসা শিক্ষা শাখার অধ্যাপক মোঃ খসরুজ্জামান, ইতিহাস বিভাগের অধ্যাপক আশুতোষ রঞ্জন দাশ, ইংরেজি বিভাগের অধ্যাপক আবুল খায়ের, জীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মিনহাজুর রায়হানা, রসায়ন বিভাগের অধ্যাপক অপর্ণা ভট্টাচার্য, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক সুলাইমান হোসাইন খাঁন, অর্থনীতি বিভাগের প্রভাষক আমিরুল ইসলাম, শারীরিক শিক্ষা প্রভাষক আশরাফ আলী, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক হারুন রশিদ, অর্থ-সম্পাদক শরীফ আহমদ চৌধুরী, সদস্য ফজলু মিয়া, জুয়েল মিয়া, পুলিশ কর্মকর্তা জুবুলাল দাশ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জুবায়ের আমিন, যুগ্ম–আহবায়ক সুজন মাহমুদ, যুগ্ম–আহবায়ক জাবেদ আহমদ আবির, কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক হাম্মাদ আল হাসান, যুগ্ম–আহবায়ক আনোয়ার হোসেন পাশা, উপজেলা ছাত্রলীগের সদস্য নবিদ আলী সেলিম, রুবেল আহমদ প্রমুখ।

 

পরে কলেজ ক্যাম্পাসে  বিবিন্ন ধরনের ফলজ ও বনজ বৃক্ষ রোপন করা হয়।

Spread the love

আর্কাইভ

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031