খেলাধূলা মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখে.আব্দুর রব মল্লিক

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, মে ১, ২০২৪

খেলাধূলা মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখে.আব্দুর রব মল্লিক

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী যুক্তরাজ্যের বিশিষ্ট আইনজিবী, ইউ’কে বাংলাদেশ ডেভলাপমেন্ট এর চেয়ারম্যান এবং যুক্তরাজ্যের মেট্রপলিটন পুলিশের আইএজি সদস্য আব্দুর রব মল্লিক বলেছেন, খেলাধূলা মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখে। মাদক মুক্ত সমাজ গঠনে খেলা ধূলার বিকল্প নেই। লক্ষ টাকার ফুটবল খ্যাত ১ম অরুনোদয় পাল ঝলক (চেয়ারম্যানকাপ) ফুটবল টুনামেন্ট আয়োজনের মধ্য দিয়ে ওসমানীনগরে বেড়েছে ফুটবল প্রেমীদের উন্মুধনা। প্রতিদিন খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শক এর আগমনকে ঘিরে তাজপুর এখন ফুটবলের আসর। খেলা ধূলার মধ্যদিয়ে মনোবিকাশে ফুটবল খেলার এমন আয়োজন প্রতিবছর অব্যাহর রাখার অনুরোধ জানান তিনি।

 

মঙ্গলবার বিকালে উপজেলার মঙ্গলচন্ডী নিশিকান্ত মডেল উচ্চ বিদ্যালয় মাঠে লক্ষ টাকার টুনামেন্ট খ্যাত ১ম অরুনোদয় পাল ঝলক (চেয়ারম্যানকাপ) ফুটবল টুনামেন্টের প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ উদ্বোনী অনুষ্ঠানে ফুটবল খেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক। ধারাবাষ্যকার জুয়েল আহমদ নূর ও আলী হোসেন রানার যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী,সহ সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, রনিক পাল, ইউপি সদস্য খালেদ আহমদ খুকু, তুরণ মিয়া, ফুটবল খেলোয়ার আলী আমজদ নুনু, জুবেল খান, ওয়ান বয়েজ ওসমানীনগর এর সদস্য আব্দুল মুহিদ রঙ্গু, সমর আলী, আবুল হোসেন, মাসুদ রানা, রশিদ আলী, আঙ্গুর আলী, সিরাজুল ইসলামসহ আরো অনেকেই।

 

১ম অরুনোদয় পাল ঝলক (চেয়ারম্যানকাপ) ফুটবল টুনামেন্টের প্রথম রাউন্ডে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৬টি ফুটবল দল এই খেলায় অংশ নিয়েছে। মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচে অংশ গ্রহন করে বৈশাখী ফুটবল ক্লাব সাদিপুর ওসমানীনগর বনাম ইশাত স্পোটিং ক্লাব শাহার পাড়া। নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় অবশেষে ট্রাইবিকারে ইশাত স্পোটিং ক্লাব শাহার পাড়া বিজয় লাভ করে ।

 

খেলা শেষে আয়োজক কমিটিকে নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন প্রধান অতিথি যুক্তরাজ্য প্রবাসী ওয়ান বয়েজ ওসমানীনগর এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুর রব মল্লিক।

 

Spread the love

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728