সিলেটে চাকরি পাবে ৩০০ জন

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০

সিলেটে চাকরি পাবে ৩০০ জন

 

লন্ডন বাংলা ডেস্কঃঃ

সিলেটে ৩০০ জনের অধিক কারিগরি কাজ জানা লোকের চাকরির সুযোগ করে দিচ্ছে দেশের শীর্ষ চাকরির ওয়েবসাইট বিডিজবস ডটকম। দুই দিনব্যাপী বিডিজবস কারিগরি চাকরি মেলায় দেশি-বিদেশি ৫০টি চাকরিদাতা প্রতিষ্ঠান বিভিন্ন কারিগরি পদে চাহিদা অনুযায়ী লোকবল নেবে।

আজ রবিবার সকাল ১১টায় নগরের আরামবাগের আমান উল্লাহ কনভেনশন সেন্টারে মেলা শুরু হয়েছে। মেলার প্রথম দিনে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো নির্ধারিত পদের বিপরীতে আবেদন গ্রহণ করবে। সোমবার বাছাইকৃত আবেদনকারীদের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের প্রতিনিধিরা সরাসরি সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে চাকরি দেবেন।

বিডিজবস ডটকমের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মোহাম্মদ আলী ফিরোজ বলেন, বিডিজবস ডটকম চাকরিদাতা এবং চাকরিপ্রার্থীদের মধ্যে সংযোগ সৃষ্টি করতে গত ১৫ বছর ধরে দেশের বিভিন্নস্থানে চাকরি মেলা আয়োজন করে আসছে। তিনি বলেন, সিলেটে কারিগরি প্রতিষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এ ধরনের কাজে অভিজ্ঞ চাকরি প্রার্থীরা কারিগরি চাকরি মেলায় তাদের চাকরি খুঁজে নিতে পারবেন।

Spread the love

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031