সিলেট ২৫শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, জুন ১৪, ২০২২
লন্ডন বাংলা ডেস্কঃঃ
সিলেট-আখাউড়া রেলপথের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর রেল ষ্টেশনের অদুরে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের অগ্নিকান্ডের ঘটনায় গত রোববার (১২ জুন) রেলওয়ের উচ্চ পদস্থ দু’টি তদন্ত কমিটি আনুষ্ঠানিকভাবে তদন্ত কাজ শুরু করেছে। এদিকে, পুড়ে যাওয়া পারাবত ট্রেনের ৩টি বগির পরিবর্তে নতুন ৩টি বগি সংযোজন করে পারাবত ট্রেন চলাচল করছে। রেলওয়ে সুত্রে জানা যায়, গত ১১ জুন শনিবার রাতে ও ১২ জুন রোববার সকালে রেলওয়ের দুটি তদন্ত কমিটি কুলাউড়া স্টেশনে পৌঁছে। সকালে তারা কুলাউড়া স্টেশনে রাখা ক্ষতিগ্রস্থ বগি গুলো পরিদর্শন করেন এবং দুপুরে ঘটনাস্থল শমশেরনগর-মনু রেলস্টেশনের মধ্যবর্তী ডাকবেল-চক কবিরাজ এলাকা পরিদর্শন করেন।
শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার মো. জামাল উদ্দীন তদন্তের সত্যতা নিশ্চিত করে বলেন, রেলওয়ের সিলেট অঞ্চলে প্রধান ট্রাফিক কর্মকর্তা মো. সালাহ উদ্দীনের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট রেলওয়ের একটি তদন্ত দল পারাবত ট্রেনে অগ্নিকান্ডের ঘটনাস্থল এবং পতনউষার ইউনিয়নের ডাকবেল-চক কবিরাজি এলাকা পরিদর্শন করেন। এ তদন্ত দলে আরও ছিলেন রেলওয়ের সিলেট অঞ্চলের সহকারি ট্রাফিক কর্মকর্তা আরিফুর রহমান ও ট্রাফিক কর্মকর্তা রুবেল আহমেদ।
এছাড়াও মৌলভীবাজারের ফায়ার সার্ভিস প্রধান হারুন পাশা ও ঘটনাস্থল পরিদর্শন করেন। রেলওয়ের সুত্রমতে, আগুনে পারাবত ট্রেনের পাওয়ার কারের সামনের শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ারকোচ “ চ” বগির আংশিক এবং পেছনের “ঙ” বগি ক্ষতিগ্রস্থ হয়। ট্রেনের চেইন টেনে ট্রেনটি থামিয়ে যাত্রীরা নির্বিঘ্নে নামতে পারায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে, রেলওয়ের উচ্চ পদস্থ তদন্ত কমিটির প্রধান ও রেলওয়ের পূর্বাঞ্চলীয় প্রধান বৈদ্যুতিক কর্মকর্তা অজয় কুমার পোদ্দার জানান, আমরা ঘটনাস্থল ও ক্ষতিগ্রস্থ বগিগুলো পরিদর্শন করেছি।
তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাবে না। অপরদিকে,নতুন বগি নিয়ে আবার ছুটছে পারাবত এক্সপ্রেস ট্রেন। শনিবার রাতে সিলেট রেলস্টেশন থেকে নতুন করে দুটি এসি চেয়ার ও পাওয়ার কার সংযোজন করা হয়েছে। সেগুলো হলো ইনকা এসি চেয়ার ১৩৩৭, সাদা চায়নিজ এসি চেয়ার ৬৫১৪, ইনকা পাওয়ার কার ১১০৪। গত রোববার (১২ জুন) দুপুরে নতুন তিনটি বগি সংযোজন নিয়ে পারাবত এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া-সিলেট রেলপথে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ভোরে ঢাকা থেকে সিলেটে আসে ট্রেনটি।
পারাবত এক্সপ্রেস সূত্রে অরো জানা যায়, পাওয়ার কার থেকে সৃষ্ট অগ্নিকান্ডে পারাবত এক্সপ্রেসের একটি সাদা চায়নিজ এসি চেয়ার, একটি ইনকা এসি চেয়ার ও ইনকা পাওয়ার কার পুড়ে নষ্ট হয়েছিল। উল্লেখ্য, আখাউড়া -সিলেট রেলপথের মৌলভীবাজারের কমলগঞ্জের শমসেরনগরের বিমানঘাঁটি এলাকায় পার্শ্বে ডাকবেল- চক কবিরাজ নামকস্থানে শনিবার (১১জুন) দুপুর ১টার দিকে ট্রেনে আগুন লেগেছিল। এতে ঢাকা-সিলেট রেলপথে প্রায় ৪ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। তবে এর আগে পুড়ে যায় তিনটি বগি।